Science GK Suggestion (Part-97)
1। কোষের যে অংশে প্রােটিন সিন্থেসিস হয় - রাইবােজোমে।
2। উচ্চ মাইটোকনড্রিয়াল ক্রিয়াকলাপ দেখা যায় - বীজের অঙ্কুরােদগম ও মেরিষ্টিমেটিক কলার ক্ষেত্রে।
3। সালােকসংশ্লেষের সময় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে যে যৌগে আবদ্ধ হয় – ATP তে।
4। একই এলাকায় যখন একটি প্রজাতির কিছু অংশ জীব বাস করে তখন গঠিত হয়- বায়াে কমিউনিটি।
5। পরিবেশের ওজোন স্তরে ফুটো করে – ক্লোরােফ্লুরাে কার্বন।
6। অ্যাসিড বৃষ্টিতে থাকে - নাইট্রাস অক্সাইড এবং সালফার ডাই-অক্সাইড।
7। জীব ও তার পারিপার্শ্বিক পরিবেশের আন্তঃসম্পর্ক আলােচনা করা হয় জীব বিজ্ঞানের যে শাখায় তাকে বলা হয় – ইকোলজি।
8। রক্ত হতে যে ভয়ের সৃষ্টি হয় তার নাম - হিমোফোবিয়া (Hemophobia)
9। যে সমস্ত মাইক্রো জীবের দ্বারা পুষ্টি উপাদান পরিবেশে চক্রাকারে আবর্তিত হয় তাদের বলে –ডিকম্পােজার।
10। বিশ্বের সমস্ত উদ্ভিদ মারা গেলে প্রাণীরাও মারা যাবে কারণ -অক্সিজেনের অভাব ঘটবে।
11। বিশ্বের জৈবিক বৈচিত্র্যের ক্ষেত্রে – ৪৫ মিলিয়ন জীবিত প্রজাতির মধ্যে প্রতিদিন ১০০টি নষ্ট হয় এবং অধিকাংশই অজানা থেকে যায় কারণ ১.৫ মিলিয়নের অধিক সঠিকভাবে সনাক্তকরণ করা যায়নি।
12। সঠিক খাদ্যশৃঙ্খলটি হল - উদ্ভিদ – খরগােস - বাঘ।
13। অত্যাধিক বনজঙ্গল ধ্বংস করার ফলে – ভূমিক্ষয় বেড়ে যাবে।
14। বাঘ ও হরিণের মধ্যে সম্পর্ক হল - খাদ্য ও খাদকের।
15। রূপান্তরিত সৌরশক্তির এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরকে বলে-শক্তিপ্রবাহ বা এনার্জি ফ্লো।
16। সৌরশক্তির সংবন্ধন সম্ভব – পরিবেশের সবুজ উদ্ভিদ দ্বারা।
17। বনজঙ্গলে বাঘের পরিমাণ দ্বিগুণ হলে - তৃণভােজীদের সংখ্যা কমে যাবে।
18। একই ভৌগােলিক অঞ্চলের সমস্ত বাস্তুতন্ত্রকে একসঙ্গে বলে বায়োমি ৷
2। উচ্চ মাইটোকনড্রিয়াল ক্রিয়াকলাপ দেখা যায় - বীজের অঙ্কুরােদগম ও মেরিষ্টিমেটিক কলার ক্ষেত্রে।
3। সালােকসংশ্লেষের সময় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে যে যৌগে আবদ্ধ হয় – ATP তে।
4। একই এলাকায় যখন একটি প্রজাতির কিছু অংশ জীব বাস করে তখন গঠিত হয়- বায়াে কমিউনিটি।
5। পরিবেশের ওজোন স্তরে ফুটো করে – ক্লোরােফ্লুরাে কার্বন।
6। অ্যাসিড বৃষ্টিতে থাকে - নাইট্রাস অক্সাইড এবং সালফার ডাই-অক্সাইড।
7। জীব ও তার পারিপার্শ্বিক পরিবেশের আন্তঃসম্পর্ক আলােচনা করা হয় জীব বিজ্ঞানের যে শাখায় তাকে বলা হয় – ইকোলজি।
8। রক্ত হতে যে ভয়ের সৃষ্টি হয় তার নাম - হিমোফোবিয়া (Hemophobia)
9। যে সমস্ত মাইক্রো জীবের দ্বারা পুষ্টি উপাদান পরিবেশে চক্রাকারে আবর্তিত হয় তাদের বলে –ডিকম্পােজার।
10। বিশ্বের সমস্ত উদ্ভিদ মারা গেলে প্রাণীরাও মারা যাবে কারণ -অক্সিজেনের অভাব ঘটবে।
11। বিশ্বের জৈবিক বৈচিত্র্যের ক্ষেত্রে – ৪৫ মিলিয়ন জীবিত প্রজাতির মধ্যে প্রতিদিন ১০০টি নষ্ট হয় এবং অধিকাংশই অজানা থেকে যায় কারণ ১.৫ মিলিয়নের অধিক সঠিকভাবে সনাক্তকরণ করা যায়নি।
12। সঠিক খাদ্যশৃঙ্খলটি হল - উদ্ভিদ – খরগােস - বাঘ।
13। অত্যাধিক বনজঙ্গল ধ্বংস করার ফলে – ভূমিক্ষয় বেড়ে যাবে।
14। বাঘ ও হরিণের মধ্যে সম্পর্ক হল - খাদ্য ও খাদকের।
15। রূপান্তরিত সৌরশক্তির এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরকে বলে-শক্তিপ্রবাহ বা এনার্জি ফ্লো।
16। সৌরশক্তির সংবন্ধন সম্ভব – পরিবেশের সবুজ উদ্ভিদ দ্বারা।
17। বনজঙ্গলে বাঘের পরিমাণ দ্বিগুণ হলে - তৃণভােজীদের সংখ্যা কমে যাবে।
18। একই ভৌগােলিক অঞ্চলের সমস্ত বাস্তুতন্ত্রকে একসঙ্গে বলে বায়োমি ৷
অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292