Geography GK Suggestion (Part-87)

1. আবহবিকার কীরূপ প্রাকৃতিক প্রক্রিয়া ?
Ans. In-Situ প্রক্রিয়া।

2. ভৃগু ঢাল বা খাঁড়া ঢালে ঢালের কৌণিক মান কত?
Ans. 40 ডিগ্রি বা তার অধিক।

3. নদী মঞ্চ কয় প্রকার ?
Ans. দুই প্রকার, জোড় নদী মঞ্চ ও বিজোড় নদী মঞ।

4. জে.টি.হ্যাক কত বার ভূমিরূপ বিবর্তনের অচক্রীয় ধারণা সম্পর্কে তার মতবাদ ব্যক্ত করেন ?
Ans. তিনবার, 1960,65 ও 66 সালে।

5. একটি পরবর্তী নদীর উদাহরণ দাও যা গঙ্গার উপনদী।
Ans. সােন।

6. কর্দম প্রবাহ কোন অঞ্চলে অধিক সক্রিয় ?
Ans. আর্দ্র ও উপক্রান্তীয় অঞ্চলে।

6. প্রকৃতি মানুষকে নিয়ন্ত্রণ করলেও তার মূলে রয়েছে ঐশ্বরিক ইচ্ছা-এরূপ মতবাদ ভৌগােলিক চিন্তায় কি নামে পরিচিত ?
Ans. থিওক্র্যাটিক মতবাদ

7. কোন পটভূমিতে মূলক ভূগােলের সূচনা হয় ?
Ans. মার্কিন যুক্তরাষ্ট্রের ভিয়েতনাম যুদ্ধ ও কৃষ্ণাঙ্গদের সামাজিক অধিকার লাভের আন্দোলনের পটভূমিতে।

8. কোন দশক থেকে ভূগােলে ব্যাপক ভাবে 'Statistic' এর ব্যবহার আরম্ভ হয় ?
Ans. 1950-60 এর দশকে।

9. বিশ্বের সবথেকে বিজ্ঞানসম্মত চিন্তার সমাজবিদ কে ?
Ans. কার্ল মার্ক্স।

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292