Geography GK Suggestion (Part-88)

1. এক বা একাধিক সমধর্মী বৈশিষ্ট সম্পন্ন দৈশিক একক কে ভূগােলে কি বলা হয় ?
Ans. অঞ্চল

2. ভূগােলে 'দেশ' এর ধারণার দিক দুটি কিকি?
Ans. নিরপেক্ষ দেশ ও আপেক্ষিক দেশ

3. জাতীয় সড়ক NH 1A কোথা থেকে কোন পর্যন্ত বিস্তৃত
Ans. জলন্ধর থেকে উরি

4. ভূগােলের ধ্রুপদী পর্যায়ের সূচনা হয় কোথায় ?
Ans. জার্মানীতে।

5. ভূগােলে ভাবলেখি চিন্তাধারা বলতে কি বােঝায় ?
Ans. ভূপৃষ্ঠের বিবরণমূলক আলােচনা।

6. টেলর কোন গ্রন্থে 'Stop and Go Determinism' এর ধারণা দেন?
Ans. 'Australia' (1950)।

7. Van-Alen Radiation Belt এর অস্তিত্ব কবে প্রমাণিত হয় ?
Ans. 1958 সালে।

8. হেটেরােস্ফীয়ার কয় ভাগে বিভক্ত?
Ans. চার ভাগে।

9. বিশ্ব উষ্ণায়নের ফলে প্রতি বছর গড় উষ্ণতা বৃদ্ধির হার কত?
Ans. 0.04 ডিগ্রি সেন্টিগ্রেড।

10. সৌর তাপের কত শতাংশ বায়ুমণ্ডল শােষণ করে ?
Ans. 19%।

11. পৃথিবীতে সর্বমান্য জলবায়ু অঞ্চলের সংখ্যা কত ?
Ans. তিনটি।

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292