Science GK Suggestion (Part-100)

1। পাকস্থলী কটি অংশে বিভক্ত - প্রধানত এই ৩টি অংশে: ফান্ডাস, দেহ ও পাইলােরাস।

2। পাকস্থলীর কোন অংশের কোন গ্রন্থিকোশ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয় - পাকস্থলীর দেহ ও মধ্য অংশের গায়ের অক্সিনটিক কোশ-গ্রন্থি থেকে।

3। ২০ ফুট দীর্ঘ ক্ষুদ্রান্ত্র কটি অংশে বিভক্ত - এই ৩টি অংশে : ডুওডিনাম বা, অগ্র ক্ষুদ্রান্ত , জেজুনাম বা, মধ্য ক্ষুদ্রান্ত্র ও ইলিয়াম বা, নিম্ন ক্ষুদ্রান্ত।

4। কোথায় পুরােপুরি খাদ্যের পরিপাক হয় – ক্ষুদ্রান্ত্রের মধ্যেই (পিত্তরস, অগ্ন্যাশয় রস ও আন্ত্রিক রসের সাহায্যে কার্বোহাইড্রেট, প্রােটিন ও স্নেহদ্রব্যের পরিপাক পুরােপুরি হয়)।

5। ব্রুণার গ্রন্থি (Brunner's Glands) ও লিবারকুন গ্রন্থি (Lieberkuhn's Glands) কোথায় থাকে - ক্ষুদ্রান্ত্রের গ্রহণীর শ্লেষ্ম পর্দার গায়ে।

6। খাদ্যের জটিল কার্বোহাইড্রেট কোথায় সংবাহিত হয় - খাদ্যের কার্বোহাইড্রেট পরিপাকের সময় একক শর্করায় পরিণত হয়ে গ্রহণী ও মধ্য ক্ষুদ্রান্ত্র দিয়ে শােষিত হয়ে পাের্টাল রক্ত সংবহনের মাধ্যমে যকৃতে।

7। গ্লাইকোলিসিস কাকে বলে- অক্সিজেনের অনুপস্থিতিতে বিভিন্ন উৎসেচকের প্রভাবে গ্লুকোজ বিশ্লিষ্ট হয়ে পাইরুভিক অ্যাসিড বা, ল্যাষ্টিক অ্যাসিডে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে - গ্লাইকোলাইসিস বলে।

8। হরমোন কে আবিষ্কার করেন - বেলিস এবং স্টারলিং ১৯০৫ সালে সর্বপ্রথম প্রানী হরমোন আবিষ্কার করেন

9। নন-প্রােটিন নাইট্রোজেন কাকে বলে - জীবদেহে উৎপন্ন যেসব নাইট্রোজেনযুক্ত যৌগ, প্রকৃতিতে প্রােটিন নয়, তাদের।

10। থাইমাস গ্রন্থি মানুষের শরীরের কোথায় থাকে - কণ্ঠমূলে।

11। থাইরয়েড গ্রন্থিতে কোন-কোন হরমোন ক্ষরিত হয় – থাইরক্সিন, ট্রাইআয়ােডােথাইরােনিন ও ক্যালসিটোনিন।

12। টিনিয়া নিষিক্ত ডিম্বাণুমুক্ত প্রােগ্লটিডসকে কী বলে – গ্রাভিডইয়ােপ্লটিডস।

13।এক্সোমিক্সিস, জেনােমিক্সিস, সিউডােমিক্সিক, কারিওমিক্সিসএর মধ্যে কোন শব্দটির সঙ্গে অন্যগুলাের মিল নেই - সিউডােমিক্সিক।

14। পিউপার সমার্থক শব্দ কোনটি - মূককীট।

15। হৃৎপিণ্ডের কোন বৈশিষ্ট্য উভচরে থাকে কিন্তু সরীসৃপে থাকে না - কোনাস আঠেরিওসাস।

16। সরীসৃপের কোন অঙ্গ সাপের নেই - পা।

17। মাছের চলন পেশী কী ধরণের পেশী - মায়ােটোম।

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292