Science GK Suggestion (Part-104)

1। মদ্যপ গাড়ি চালকদের ধরার জন্য পুলিশ কোন যন্ত্র ব্যবহার করে – ব্রেদালাইজার।

2। জলের ওপরে তেলের সরকে রঙিন দেখার কারণ কী-আলাের ব্যতিচার ধর্ম।

3। বিশুদ্ধ সুর পাওয়া যায় শুধুমাত্র কিসে – সুরশলাকায়।

4। Electric Field Intensity কী ধরণের রাশি- স্কেলার রাশি।

5। 220 ভােল্টে 110 ভােল্টের বাতি জ্বালাতে কী ব্যবহার করতে হয় – রেসিসটার (Resister)।

6। কুলম্বের সূত্র পরীক্ষা করতে কোন যন্ত্র ব্যবহৃত হয় – Torrion balance.

7। ঘড়ির পেণ্ডুলাম তৈরি হয় কী দিয়ে - ইনভার।

8। পূর্ণ বয়স্ক মানুষের দেহত্বকে স্বেদগ্রন্থির সংখ্যা কত - আনুমানিক ২০-৩০ লাখ।

9। স্বেদগ্রন্থি কপ্রকার – দুপ্রকার: উক্ষরা বা, এন্ডােক্রিন গ্রন্থি ও অপক্ষরা বা, অ্যাপােক্রিন গ্রন্থি।

10। অবিদিত স্বেদ কাকে বলে - ঘর্মগ্রন্থির সক্রিয়তা ও সম্পর্কবিহীন অবস্থায় ত্বকীয় রক্তজালক থেকে ব্যাপন প্রক্রিয়ায় যে জল দেহানুভূতিহীনভাবে বাষ্প হয়ে সরাসরি দেহের বাইরে। বেরােয় প্রতিদিন প্রায় ৮০০ মি.লি.)৷

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292