Science GK Suggestion (Part-106)

1। অ্যাগেট কী - সাধারণ তুলাযন্ত্রের তুলাদণ্ডের ঠিক মাঝখানে প্রিজম আকৃতির ইস্পাতের তৈরি ক্ষুরধার অংশ।

2। তুলাযন্ত্রের রাইডার কী জন্য ব্যবহৃত হয় – 5mg বা, 10mg এর সূক্ষ্ম ভর পরিমাপের জন্য।

3। স্বল্প সময়ের অবকাশ মাপতে কোন দুটি ঘড়ি ব্যবহার করা হয় - স্টপ ব্লক ও স্টপ ওয়াচ।

4। কোন ঘড়িতে গ্রীনিচ সময় নির্দেশিত হয় – ক্রনােমিটার।

5 ৷ উপগ্রহ উৎক্ষেপণে, সময় মাপার কাজে কোন ঘড়ি ব্যবহৃত হয় – মেট্রোনাম।

6। কোন এককের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় - ফ্যাদম।

7। সিসমােগ্রাফ কী - ভূকম্পন মাপার যন্ত্র।

8। বহু দূরের দুটি জাহাজের মধ্যে দূরত্ব মাপতে কোন একক ব্যবহৃত হয় – নটিক্যাল মাইল।

9। আলােক প্রবাহের একক কী - লুমেন।

10। লুমেন/বর্গমিটার ও লুমেন/বর্গ সেমি একক দুটির নাম কী – লাক্স ও ফট।

11। ঔজ্জ্বল্যের তিনটি এককের নাম কী - স্টিলব, নিট ও ল্যাম্বার্ট৷

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292