Harappa civilization Question & Answer
হরপ্পা সভ্যতা
(1) নিন্মলিখিত সভ্যতাগুলির মধ্যে কোনটি ভারতের প্রাচীনতম সভ্যতা?উত্তরঃ মেহেরগড় সভ্যতা
(2) হরপ্পা সভ্যতায় যে বিশাল স্নানাগার পাওয়া গেছে সেটি কোথায় অবস্থিত?
উত্তরঃ মহেঞ্জোদাড়ো
(৩) হরপ্পায় কে সর্ব প্রথম খননকার্য চালিয়ে ছিলেন?
উত্তরঃ দয়ারাম সাহানি
(৪) মহেঞ্জোদাড়ো শব্দের অর্থ কি?
উত্তরঃ মৃতের স্তূপ
(৫) হরপ্পা সভ্যতায় একমাত্র কোন স্থানে কোন দুর্গ পাওয়া যায় নি?
উত্তরঃ চানহুদাড়ো
(৬) হরপ্পাবাসীদের কোন ধাতুর ব্যবহার জানা ছিল না?
উত্তরঃ লোহা
(৭) হরপ্পা সভ্যতা কত প্রাচীন?
উত্তরঃ আনুমানিক ২৫০০ খ্রীষ্ট্রপূর্বাব্দ
(৮) হরপ্পাবাসীদের কোন পশুর কথা অজানা ছিল?
উত্তরঃ ঘোড়া
(৯) মহেঞ্জদাড়ো কোথায় অবস্থিত?
উত্তরঃ সিন্ধুর লারকানা প্রদেশে
(১০) নীচের কোনটি হরপ্পা সভ্যতার সমসাময়িক সভ্যতা নয়?
(ক) মেহেরগড় সভ্যতা
উত্তরঃ মেহেরগড় সভ্যতা
(১১) মহেঞ্জোদাড়োতে যে “ড্যান্সিং গার্ল” এর নিদর্শন পাওয়া গেছে সেটি কি দিয়ে তৈরী?
উত্তরঃ ব্রোঞ্জ
(১২) কালিবাগান শব্দের অর্থ কি?
উত্তরঃ কালো বালা
(১৩) হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ রাভী
(১৪) কোথায় জাহাজ নির্মাণ ও মেরামতির জন্য স্থান পাওয়া গেছে?
উত্তরঃ লোথাল
(১৫) হরপ্পা সভ্যতার কোথায় বেলেপাথরের তৈরী অঙ্গপ্রত্যঙ্গহীন লাল রঙের মূর্তি পাওয়া গেছে?
উত্তরঃ হরপ্পা
(১৬) মহেঞ্জোদাড়ো কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ ইন্ডাস
(১৭) সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা?
উত্তরঃ তাম্র যুগ
(১৮) হরপ্পাবাসীরা কোন দেভতার পূজা করতেন?
উত্তরঃ পশুপতি
(১৯) নিন্মলিখিত স্থানগুলির মধ্যে কোনটি ভারতে অবস্থিত নয়?
উত্তরঃ হরপ্পা
(২০) কালিবাগান কোথায় অবস্থিত?
উত্তরঃ রাজস্থান
অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292