Indian History Question And Answer-1
অ্যালেকজান্ডার – ইন্দ্রোগ্রীক – শক
(১) আলেকজান্ডার কবে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন?উত্তরঃ ৩২৬ খ্রীষ্ট্র পূর্বাব্দ
(২) মিলিন্দের রাজধানী কোথায় ছিল?
উত্তরঃ শিয়ালকোট
(৩) জুনাগড় শিলালিপি থেকে কার সম্পর্কে জানা যায়?
উত্তরঃ প্রথম রুদ্রদামন
(৪) মিলিন্দ পঞ্চোহো কোন ভাষায় রচিত?
উত্তরঃ পালি
(৫) হিদাসফিসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ আলেকজান্ডার ও পুরুর মধ্যে
সাতবাহন – পান্ডা – চেরাস
(১) পান্ড্যা এদের রাজধানী কোথায় ছিল?উত্তরঃ মাদুরাই
(২) সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তরঃ সিমুক
(৩) চেরাসদের রাজধানী কোথায় ছিল?
উত্তরঃ ভেনজি
(৪) নীচের কোন রাজবংশ মহিলাদের দ্বারা পরিচালিত হত?
উত্তরঃ পান্ড্যা
(৫) সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উত্তরঃ গৌতমী পুত্র সাতকর্ণী
অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292