Indian History Question And Answer-2
মহাজনপদ
(১) প্রাচীন ভারতে কয়টি মহাজনপদ গড়ে ওঠেছিল?উত্তরঃ ১৬ টি
(২) নীচের কোনটি একটি মহাজনপদ নয়?
উত্তরঃ মান্দা
(৩) নীচের কোনটি অবন্তীর রাজধানী ছিল?
উত্তরঃ উজ্জ্বয়িনী
(৪) সুরসেনার রাজধানী কোথায় ছিল?
উত্তরঃ মথুরা
(৫) কুশিনগর কোথাকার রাজধানী ছিল?
উত্তরঃ মল্ল
গুপ্ত বংশ
(১) কোন গুপ্ত রাজা হূণ আক্রমণ প্রতিহত করেছিলেন?উত্তরঃ স্কন্দগুপ্ত
(২) ফা-হিয়েন কোন গুপ্ত রাজার রাজত্বকালে ভারতে এসেছিলেন?
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(৩) মহাভিভাষ্য গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ বসুমিত্র
(৪) ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়?
উত্তরঃ সমুদ্রগুপ্ত
(৫) এলাহাবাদ প্রশস্থিতে কি নিয়ে লেখা আছে?
উত্তরঃ সমুদ্র গুপ্তের রাজ্য জয়
(৬) গুপ্ত সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেছিলেন ( Who was the Founder of Gupta Dynasty) ?
উত্তরঃ শ্রীগুপ্ত
(৭) কোন সম্রাট ভারতে প্রথম রুপার মুদ্রা চালু করেছিলেন?
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(৮) কোন গুপ্ত সম্রাট ‘কবিরাজ’ উপাধি গ্রহণ করেছিলেন?
উত্তরঃ সমুদ্রগুপ্ত
(৯) ‘মহেন্দ্রদিত্য’ কার উপাধি?
উত্তরঃ কুমারগুপ্ত
অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292