Indian History Question And Answer-3

হর্ষবর্ধন
(১) হর্ষবর্ধন আনুমানিক কোন সময় রাজত্ব করতেন?
উত্তরঃ ৬০৬ খ্রীষ্ট্রাব্দ

(২) নীচের কোনটি হর্ষবর্ধনের রচিত নয়?
উত্তরঃ হিতোপদেশ

(৩) হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পর্যটিক ভারতে এসেছিলেন?
উত্তরঃ হিউয়েন সাঙ

(৪) হর্ষবর্ধন কোন চালুক্য রাজা কর্তৃক পরাজিত হয়েছিনেল?
উত্তরঃ দ্বিতীয় পুলকেশী

(৫) হর্ষচরিত এর রচয়িতা কে?
উত্তরঃ বাণভট্ট

মৌর্য বংশ
(১) মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্য

(২) মেগাস্থিনিস কার দূত হয়ে ভারতে এসেছিলেন?
উত্তরঃ আলেকজান্ডার

(৩) মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন?
উত্তরঃ বৃহদ্রথ

(৪) মগধের  কোন শাসক “সেনিয়া” নামে পরিচিত ছিলেন?
উত্তরঃ বিম্বিসার

(৫) কোন মৌর্য সম্রাট তার আদেশলিপিগুলিতে “প্রিয়দর্শী” নামের ব্যবহার করতেন?
উত্তরঃ অশোক

(৬) নীচের কোন শাসক বুদ্ধদেব ও মহাবীরের সমসাময়িক ছিলেন?
উত্তরঃ বিম্বিসার

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292