Indian History Question And Answer-4
বাকাটাস – চালুক্য – রাষ্ট্রকূট
(১) বাকাটক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?উত্তরঃ বিন্ধ্যশক্তি
(২) প্রথম পুলকেশী কোন বংশের প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তরঃ চালুক্য
(৩) রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তরঃ দন্তিদূর্গ
(৪) ‘কবিরজ মার্গ’ এর রচয়িতা কে?
উত্তরঃ অমোঘবর্ষা
(৫) ‘আইহোল প্রশস্তি’ থেকে কোন সম্রাট সম্পর্কে জানা যায়?
উত্তরঃ দ্বিতীয় পুলকেশী
হর্ষঙ্ক বংশ – শিশুনাগ বংশ – নন্দ বংশ
(১) মগধে কে হর্ষঙ্ক বংশ প্রতিষ্ঠা করেছিলেন?উত্তরঃ বিম্বিসার
(২) শিশুনাগ বংশের শেষ রাজা কে ছিলেন?
উত্তরঃ কালাশোক
(৩) নীচের কোনটি মগধের অক্ষত্রিয় রাজবংশ?
উত্তরঃ নন্দ বংশ
(৪) অ্যালেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করেন তখন মগধের রাজা কে ছিলেন?
উত্তরঃ ধননন্দ
(৫) নীচের কোন সম্রাট বুদ্ধদেবের সমসাময়িক ছিলেন?
উত্তরঃ বিম্বিসার
গঙ্গা – পল্লব – চোল
(১) পুরীর জগন্নাথ মন্দির কে নির্মাণ করেছিলেন?উত্তরঃ অনন্তবর্মণ
(২) পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তরঃ সিংহবিষ্ণু
(৩) বিজয়ালয়া এর রাজধানী কোথায় ছিল?
উত্তরঃ তাঞ্জোর
(৪) নীচের কোন সম্রাটের আমলে হিউয়েন সাং ভারতে এসেছিলেন?
উত্তরঃ নরসিংহবর্মণ
(৫) ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির কে নির্মাণ করেছিলেন?
উত্তরঃ কেশারি
কুশান – পার্থিয়ান – শুঙ্গ – কর্ণ – ছেটি
(১) গন্ডোফার্নিস কোন বংশের রাজা ছিলেন?উত্তরঃ পার্থিয়ান বংশ
(২) কনিষ্কের রাজধানী কোথায় ছিল?
উত্তরঃ পুরুষপুর
(৩ ) কর্ন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তরঃ বাসুদেব
(৪) শকাব্দ কবে থেকে চালু হয়?
উত্তরঃ ৭৮ খ্রীষ্ট পূর্বাব্দ
(৫) মহাভাষ্য কার রচনা?
উত্তরঃ পতঞ্জলি
পাল – প্রতিহার – রাজপুত
(১) বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?উত্তরঃ গোপাল
(২) ‘কাব্য মীমাংসা’ কার রচনা?
উত্তরঃ রাজশেখর
(৩) কোন পাল রাজা কনৌজ জয় করেছিলেন?
উত্তরঃ ধর্মপাল
(৪) খাজুরাহের কেন্দ্রীয় মহাদেব মন্দির কারা নির্মাণ করেছিলেন?
উত্তরঃ চান্ডেলা রাজারা
(৫) আরব পর্যটক সুলেমান কাদের রাজ্যে ভ্রমণ করেছিলেন?
উত্তরঃ পাল
অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292