Vedic civilization Question & And Answe

বৈদিক সভ্যতা
(১) চতুরাশ্রমের মধ্যে কোন আশ্রমটি প্রথম আশ্রম?
উত্তরঃ ব্রম্ভচর্য

(২) বৈদিক যুগে প্রচলিত মুদ্রা হল-
উত্তরঃ মনা

(৩) গোত্রের উল্লেখ প্রথম কোথায় পাওয়া যায়?
উত্তরঃ অর্থব বেদ

(৪) সাম বেদে কতগুলি স্তোত্র আছে?
উত্তরঃ ১৬০৩ টি

(৫) গায়ত্রী মন্ত্রের উল্লেখ পাওয়া যায় কোথায়?
উত্তরঃ ঋক বেদের তৃতীয় মন্ডলে

(৬) আর্যরা কখন ভারতে এসেছিলেন?
উত্তরঃ ১৫০০ খ্রীষ্টপূর্বাব্দ

(৭) আর্যরা প্রথম ভারতের কোথায় বসতি স্থাপন করেছিলেন?
উত্তরঃ মুলতান

(৮) আর্য সমাজে পরিবারের প্রধানকে কি বলা হত?
উত্তরঃ কুলপতি

(৯)  নিন্মলিখিতগুলির মধ্যে কোনটি আর্যদের প্রাচীনতম গ্রন্থ?
উত্তরঃ ঋক বেদ

(১০) নীচের কোনটি আর্যদের এক ধরনের খাজনার নাম?
উত্তরঃ বালি

(১১) আর্যদের প্রাচীনতম গ্রন্থ বেদ এর অন্য নাম কি?
উত্তরঃ শ্রুতি

(১২)  ঋকবেদের সংহিতার কয়টি সূত্র আছে?
উত্তরঃ ১০২৮ টি

(১৩) বেদকে কেন্দ্র করে যে সমস্ত ধর্মগ্রন্থ ও দর্শন রচিত হয়েছে তাকে কি বলা হয়?
উত্তরঃ সূত্র সাহিত্য

(১৪)  কোথায় প্রথম আর্যসমাজে  বর্ণভেদ প্রথার উল্লেখ পাওয়া যায়?
উত্তরঃ পুরুষ সূত্র  

(১৫) বৈশেষিক কার রচনা?
উত্তরঃ কনাদ

(১৬)   ঋকবেদের প্রাচীনতম  মন্ডলম কোনটি?
উত্তরঃ দ্বিতীয়

(১৭) অর্থব বেদ এ কয়টি খন্ড আছে?
উত্তরঃ তিনটি

(১৮) উত্তর মীমাংসা কার রচনা?
উত্তরঃ ব্যাস

(১৯) উপনিষদের সংখ্যা কত?
উত্তরঃ ১০৮ টি

(২০) আর্য সভ্যতায় সময় মাপার একক কি ছিল?
উত্তরঃ গোধূলী

(২১) ঋকবেদের যুগের বিতস্তা নদীর বর্তমান নাম কি?
উত্তরঃ ঝিলাম

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292