First Female Chief Minister of States
ভারতের সাধারণ জ্ঞান হিসাবে বিভিন্ন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর তালিকা - First Female Chief Minister of States লিস্টটি আপনাদের সঙ্গে বাংলায় শেয়ার করছি ৷ চাকরীর পরীক্ষাতে এই অংশ থেকে প্রশ্ন আসে ৷ যেমন:- ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? বা অন্যান্য রাজ্যের নাম উল্লেখ করেও তার প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম জানতে চায় ৷ তাই এই তালিকাটি মুখস্ত করে নিন ৷
| রাজ্য | প্রথম মহিলা মুখ্যমন্ত্রী |
|---|---|
| উত্তর প্রদেশ | সুচেতা কৃপালিনী (ভারতে প্রথম) |
| পশ্চিমবঙ্গ | মমতা ব্যানার্জি |
| আসাম | সৈয়দা আনোয়ারা তৈমূর |
| বিহার | রাবড়ি দেবী |
| দিল্লি | সুষমা স্বরাজ |
| গুজরাট | আনন্দীবেন প্যাটেল |
| গোয়া | শশীকলা কাকোড়কর |
| দমন ও দিউ | শশীকলা কাকোড়কর |
| মধ্যপ্রদেশ | উমা ভারতী |
| উড়িষ্যা | নন্দিনী সতপথী |
| পাঞ্জাব | রাজিন্দর কাউর ভাট্টাল |
| রাজস্থান | বসুন্ধরা রাজে |
| তামিলনাড়ু | জনকী রামচন্দ্রন |
| জম্মু ও কাশ্মীর | মেহবূবা মুফতি |
অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292