Indian History Question And Answer-5

গজনী ও ঘোরী
(১) সুলতান মামুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন?
উত্তরঃ ১৭ বার

(২) ‘শাহনামা’ কার লেখা?
উত্তরঃ ফিরদৌসী

(৩) দ্বিতীয় তরাইনের যুদ্ধ কত সালে হয়েছিল?
উত্তরঃ ১১৯২ খ্রীষ্টাব্দে

(৪)  ‘তহকিক ই হিন্দ’ এর রচয়িতা কে?  
উত্তরঃ অলবিরুনী

(৫) দ্বিতীয় ওয়াহিন্দের যুদ্ধ কত সালে হয়েছিল?
উত্তরঃ ১০০৮ খ্রীষ্টাব্দে

প্রাদেশিক রাজ্যসমূহ
(১) ‘কাশ্মীরের আকবর’ বলা হয় কাকে?
উত্তরঃ জয়নাল আবেদিন

(২) শেরশাহের প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তরঃ ব্রহ্মজিত গৌড়

(৩) বাংলায় ইলিয়াস শাহ বংশের প্রতিষ্ঠা কবে হয়েছিল?
উত্তরঃ ১৩৪২ সালে

(৪) উদয়রাজা কার সভাকবি ছিলেন?
উত্তরঃ মামুদ বেগার

(৫) আমেদাবাদ শহর কে স্থাপন করেন?
উত্তরঃ প্রথম আহমেদ শাহ
দাস বংশ
(১) ভারতে কে প্রথম মসজিদ স্থাপন করেছিলেল?
উত্তরঃ কুতুবউদ্দিন আইবক

(২) তাজ উল মাসির এর রচয়িতা কে?
উত্তরঃ হাসান নিজামী

(৩) ইক্তেদার প্রথা কে চালু করেছিলেল?
উত্তরঃ ইলতুতমিস

(৪) মধ্যযুগে ভারতে প্রথম কোন মহিলা সিংহাসনে বসে শাসন কার্য পরিচালনা করেছিলেল?
উত্তরঃ রাজিয়া

(৫) ভারতে কে প্রথম রুপার মুদ্রা চালু করেছিলেল?
উত্তরঃ ইলতুতমিস
খলজী বংশ
(১) খলজী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ জালালউদ্দিন

(২) ‘সিকান্দার ই সানি’ কার উপাধি?
উত্তরঃ আলাউদ্দিন খলজী

(৩) ভারতের তোতাপাখি বলা হয় কাকে?
উত্তরঃ আমীর খসরু

(৪) খলজী বংশের শেষ সুলতান কে ছিলেন?
উত্তরঃ নাসিরউদ্দিন খুসরু শাহ

(৫) বাজারদর নিয়ন্ত্রন কে চালু করেছিলেন?
উত্তরঃ আলাউদ্দিন খলজী
বিজয়নগর ও বাহমনী
(১) বিজয়নগর সাম্রাজ্যের ধংস্বাশেষ কোথায় পাওয়া যায়?
উত্তরঃ হাম্পি

(২) হরিহর ও বুক্কা যখন দক্ষিণ ভারতে বিজয়নগর সাম্রাজ্যের স্থাপন করেন তখন দিল্লীর সুলতান কে ছিলেন?
উত্তরঃ মহম্মদ বিন তুঘলক

(৩) ‘অষ্টদিগগজ’ কার রাজসভা অলংকিত করত?
উত্তরঃ কৃষ্ণদেব রায়

(৪) ইটালিয়ান পর্যটক নিকোলাস কোন্টি কার রাজত্বকালে ভারতে এসেছিলেন?
উত্তরঃ প্রথম দেবরায়

(৫) আরাবিদু বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ তিরুমালা
তুঘলক বংশ
(১) দিল্লীর কোন সুলতান তার রাজধানী দিল্লী থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন?
উত্তরঃ মহম্মদ বিন তুঘলক

(২) তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ গিয়াসুদ্দিন তুঘলক

(৩) ইবনবতুতা কোন সুলতানের রাজত্বকালে ভারতে এসেছিলেন?
উত্তরঃ মহম্মদ বিন তুঘলক

(৪) ‘ফতুহাত ফিরোজশাহী’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ ফিরোজ শাহ তুঘলক

(৫) ‘পাগলা রাজা’ কাকে বলা হয়?  
উত্তরঃ মহম্মদ বিন তুঘলক
মুঘল সাম্রাজ্য
(১) কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত?
উত্তরঃ যদুনাথ সরকার

(২) কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছেন?
উত্তরঃ বাবর

(৩)  সৎনামী বিদ্রোহ কোন মোগল সম্রাটের আমলে হয়েছিল?
উত্তরঃ ঔরঙ্গজেব

(৪) রাজারামমোহন রায়কে ‘রাজা’ উপাধি প্রদান করেছিলেন কোন মুঘল সম্রাট?
উত্তরঃ দ্বিতীয় আকবর

(৫) ময়ূরসিংহাসন কে নির্মান করেছিলেন?
উত্তরঃ বেবাদল খাঁ
সৈয়দ বংশ
(১) সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ খিজির খাঁ

(২) ‘তারিখ ই মুবারক শাহী’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ আব্দুল্লা সিরহিন্দী

(৩) তৈমুর লঙ কবে ভারতবর্ষ আক্রমণ করছিলেন?
উত্তরঃ ১৩৯৮ সালে

(৪) খিজির খাঁ কবে সৈয়দ বংশের প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ ১৪১৪ সালে

(৫) তৈমুর লঙ যখন ভারতবর্ষ আক্রমণ করছিলেন, কে তাকে সাহায্য করেছিলেন?
উত্তরঃ খিজির খাঁ
শিখ – মারাঠা – মহীশূর
(১) ‘ছত্রপতি’ কার উপাধি?  
উত্তরঃ শিবাজী

(২) শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তরঃ গুরু নানক

(৩) প্রথম অ্যাংলো মহীশূর যুদ্ধ কবে হয়েছিল?
উত্তরঃ ১৭৬৭ সালে

(৪) বেসিনের চুক্তি কবে হয়েছিল?  
উত্তরঃ ১৮০২ সালে

(৫) শিখদের দশম গুরু কে ছিলেন?  
উত্তরঃ গুরু গোবিন্দ সিং
লোদী বংশ
(১) লোদী বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ বাহলুল লোদী

(২) আগ্রা শহরের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ সিকান্দার লোদী

(৩) পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ ১৫২৬ সালে ইব্রাহিম লোদী ও বাবরের মধ্যে

(৪) লোদী বংশের শেষ সম্রাট কে ছিলেন?
উত্তরঃ ইব্রাহিম লোদী

(৫) লোদীরা কোন জাতির বংশধর?
উত্তরঃ আফগান

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292