Indian History Question And Answer-6

ইউরোপীয়ান দের আগমন
(১) ভাস্কো দা গামা কবে ভারতে এসেছিলেন?
উত্তরঃ ১৪৯৮ সালে

(২) ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানী কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ ১৬০২ সালে

(৩) কোলকাতায় ফোর্ট উইলিয়াম দূর্গ কবে স্থাপিত হয়েছিল?
উত্তরঃ ১৬৯৬ সালে

(৪) ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানী কোথায় প্রথম ফ্যাক্টরি গড়ে তোলে?
উত্তরঃ মুসলিমপত্তনাম

(৫) নীচের কোন স্থানে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানী কোন ফ্যাক্টরি তৈরী করেনি?
উত্তরঃ কালিকট
বিদ্রোহ ও আন্দোলন
(১) সিপাহী বিদ্রোহ কবে হয়েছিল?
উত্তরঃ ১৮৫৭ সালে

(২) মালপা বিদ্রোহ কোথায় দেখা দিয়েছিল?
উত্তরঃ মালবার

 (৩) সাঁওতাল বিদ্রোহ হয়েছিল কত সালে?
উত্তরঃ ১৮৫৫ সালে

(৪) কোল বিদ্রোহ কোথায় দেখা দিয়েছিল?
উত্তরঃ ছোটনাগপুর

(৫) মুন্ডারা কার নেতৃত্বে বিদ্রোহ করেছিল?
উত্তরঃ বিরসা মুন্ডা
গভর্নর জেনারেল
(১) ভারতের প্রথম গর্ভনর জেনারেল কে ছিলেন?
উত্তরঃ লর্ড বেন্টিক

(২) ‘সিভিল সার্ভিস’ কে চালু করেছিলেন?
উত্তরঃ লর্ড কর্নওয়ালিস

(৩) কোলকাতায় কবে এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয়?
উত্তরঃ ১৭৮৪ সালে

(৪) ‘স্বত্ব বিলোপ নীতি’ কে প্রবর্তন করেছিলেন?
উত্তরঃ লর্ড ডালহৌসি

(৫) প্রথম ঈঙ্গ আফগান যুদ্ধ কোন গর্ভনর জেনারেল এর আমলে হয়েছিল?
উত্তরঃ লর্ড অকল্যান্ড
ভাইসরয়
(১) ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
উত্তরঃ ক্যানিং

(২) কলিকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়?
উত্তরঃ ১৮৫৭

(৩) ভারতে প্রথম জনগণনা কবে শুরু হয়েছিল?
উত্তরঃ ১৮৭১

(৪) জালিওয়ানাবাগের হত্যাকাণ্ড কোন ভাইসরয়ের আমলে ঘটেছিল?
উত্তরঃ চেমসফোর্ড

(৫) জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৮৮৫
সামাজিক ও সাংস্কৃতিক উত্থান
(১) আলিগড় আন্দোলন কে শুরু করেছিলেন?
উত্তরঃ স্যার সৈয়দ আহমেদ

(২) সত্য সাধুক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তরঃ জ্যোতিবা ফুলে

(৩) সার্ভেন্ট অফ ইন্ডিয়ে সোসাইটি কে স্থাপন করেছিলেন?
উত্তরঃ গোপাল কৃষ্ণ গোখলে

(৪) কবে কে দেবসমাজ প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ ১৮৫৭ সালে শিব নারায়ণ অগ্নিহোত্রী

(৫) আহমেদিয়া আন্দোলন কে শুরু করেছিলেন?
উত্তরঃ মির্জা গুলাম আহমেদ
স্বাধীনতা সংগ্রাম
(১) ভারতের জাতীয় কংগ্রেস কত সালে গঠিত হয়?
উত্তরঃ ১৮৮৫

(২) “স্বরাজ আমার জন্মগত অধিকার” – উক্তিটি কার?
উত্তরঃ বাল গঙ্গাধর তিলক

(৩) কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন?
উত্তরঃ চৌরিচৌরা

(৪) জাতীয় কংগ্রেস ও মুসলিম লিগের মধ্যে কত সালে লক্ষ্ণৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
উত্তরঃ ১৯১৬

(৫) কোন সময়কে কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয়?  
উত্তরঃ ১৮৮৫-১৯০৫

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292