Primary TET Practice Set

আগত প্রাইমারী টেট পরীক্ষার জন্য Primary TET Practice Set-3 Bengali PDF Download করে নিন, যেটিতে TET Syllabus অনুযায়ী পাঁচটি বিষয় যেমন- শিশুশিক্ষা ও মনস্তত্ব(Child Study), বাংলা, ইংরাজী, গণিত ও পরিবেশ বিজ্ঞান থেকে মোট ১৫০টি প্রশ্ন এবং সঙ্গে উত্তরপত্রও দেওয়া হয়েছে ৷ সুতরাং WB Primary TET Exam-এ ভালো মার্কস পেতে গেলে প্র্যাকটিস করাটা খুবই দরকারী ৷

Primary TET Practice Set-এর কিছু নমুনা প্রশ্ন:

1. বৃদ্ধি হল
[a] গুণগত পরিবর্তন
[b] পরিমাণগত পরিবর্তন
[c] (A) এবং (B) দুটোই
[d] উপরের কোনোটিই নয়

2. পিয়াঁজে ছিলেন একজন
[a] সুইস মনোবিদ
[b] আমেরিকান মনোবিদ
[c] আফ্রিকান মনবিদ
[d] উপরের কোনোটিই নয়

3. যে অভীক্ষা একজন মানুষের বিশেষ কার্য শেখার সম্ভাবনা মূল্যায়ন করে তাকে বলে
[a] সম্ভাবনার অভীক্ষা
[b] মনোভবের অভীক্ষা
[c] পারদর্শিতার অভীক্ষা
[d] উপরের কোনোটিই নয়

4.জ্ঞানমূলক বিকাশের তত্ত্বটি উদ্ভাবন করেন
[a] ডব্লু. জি. কোহলার
[b] বি. এফ. স্কিনার
[c] জিন পিয়াঁজে
[d] এঁদের কেউই নন

5. থার্স্টোন______ প্রাথমিক মানসিক ক্ষমত চিহ্নিতকরণ করেছেন।
[a] সাতটি
[b] পাঁচটি
[c] তিনটি

6. The effects of cigarette smoking_____ been proven to be extremely harmful.
[a] is
[b] are
[c] has
[d] have

7. Sourav, along with twenty friends,_____ planning a party.
[a] are
[b] have
[c] is
[d] has

8. Sourav sent a letter to his university after he _____ his scholarship.
[a] receives
[b] was received
[c] had received
[d] were received

9.  ‘দীপ ও ধূপ’ কাব্যগ্রন্থটির রচয়িতা হলেন
[a] কামিনী রায়
[b] দ্বিজেন্দ্রলাল রায়
[c] কুমুদরঞ্জন মল্লিক
[d] যতীন্দ্রমোহন বাগচী

10. দ্বিজেন্দ্রলাল রচিত কাব্যগ্রন্থটি হল
[a] ‘শতদল’
[b] ‘তীর্থরেণু
[c] ‘একতারা’
[d] ‘মন্দ্র’

11. রবীন্দ্রনাথের ‘বলাকা' কাব্যটি মুখ্যত
[a] স্বদেশপ্রেমোদ্দীপক কাব্য
[b] আত্মজিজ্ঞাসা ও শৈশব স্মৃতিচারণমূলক কাব্য
[c] গতিতত্ত্বমূলক কাব্য
[d] ইতিহাস-চেতনামূলক কাব্য

12. ‘বনতুলসী’ কাব্যটির রচয়িতা হলেন
[a] কুমুদরঞ্জন মল্লিক
[b] সুকুমার রায়
[c] অতুলপ্রসাদ সেন
[d] কালিদাস রায়

13. পুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ হল
[a] বায়ু
[b] জল
[c] মাটি
[d] (A) এবং (B) উভয়ই

14. নিম্নলিখিত কোনটি দেহের বৃদ্ধি এবং নতুন কোষ সৃষ্টির জন্য অপরিহার্য ?
[a] কার্বোহাইড্রেট
[b] খনিজ পদার্থ
[c] প্রোটিন
[d] ফ্যাট

15. একটি বাস্তুতন্ত্রে, শক্তি
[a] নির্গত হয়
[b] শোষিত হয়
[c] প্রবাহিত হয়
[d] উপরের কোনোটিই নয়

16. গ্রীনবেঞ্চ কি ?
[a] উচ্চ আদালতের একটি বিভাগ যা পরিবেশ সম্পর্কিত মামলাগুলির মীমাংসা করে
[b] সরকারের মন্ত্রকের একটি বিভাগ যা পরিবেশের সঙ্গে সম্পর্কিত
[c] ইহা পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের একটি বিভাগ
[d] উপরের কোনোটিই নয়

17. ‘ইকোলজি’ শব্দটির প্রবক্তা হলেন
[a] আর্নস্ট হেকেল
[b] ই. পি. ওডাম
[c] এ. জি. ট্যান্সলে
[d] রামদেও মিশ্র

18. 221 ও 340 এদের লসাগু 4420, এদের গসাগু কত?
[a] 17
[b] 18
[c] 22
[d] 21

19. বার্ষিক 5% হার সুদে 2,000 টাকার 2 বছরের সুদ কত ?
[a] 150 টাকা
[b] 200 টাকা
[c] 400 টাকা
[d] 600 টাকা
 ১৫০টি প্রশ্নের জন্য পিডিএফটি সংগ্রহ করুন

File Details:
File Name: Primary TET Practice Set-2 in Bengali
File Format: PDF
No. of Pages: 14
File Size: 1.96 MB
Click To Download

File Details:
File Name: Primary TET Practice Set-3
File Format: PDF
Credit: Swapno.in
No. of Pages:16
File Size:2.65 MB
Click To Download

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292