ভারতের বিভিন্ন রাজ্যের লোক নৃত্যের তালিকা

প্রায় সমস্ত Competitive Exam-এর জন্য ভারতের বিভিন্ন রাজ্যের লোক নৃত্যের তালিকা PDF-List of Folk Dances of Different States in India in Bengali পিডিএফটি সম্পূর্ণ বাংলা ভাষায় এবং বিনামূল্যে প্রদান করছি,যেটিতে প্রায় ভারতের সমস্ত রাজ্যের একাধিক লোক নৃত্যের তালিকা দেওয়া আছে | কারণ বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসেই আসে ৷ তাই এগুলি মুখস্ত করে ফেলা দরকার ৷ এই কারণে Indian Dance Form in Bengali PDFটি সংগ্রহে রাখুন৷

তাই দেরী না করে ভারতের বিভিন্ন রাজ্যের লোক নৃত্যের তালিকা PDF-List of Folk Dances of Different States in India in Bengali ডাউনলোড করে নিন৷

রাজ্যের নাম
লোকনৃত্য সমূহ
অসম                                
ছাগবি,টোবাল,খেলগোপী,খেলগোপাল,বিহু,রাসলীলা,ক্যানোই,তাবাল চোংলি,সত্রিয়া
বিহার
বিদেশিয়া,জটাজটিল,লাগুই,নাচেরী,কাঠপুতলি,কর্মা,ঝিঝিয়া,
নাটনা,যাতা যতীন
উত্তরপ্রদেশ
নোটাঙ্কি,আহির,থালি,কাজরি,থোরা,চাপ্পেলী,রাসলীলা,চারকুলা,সোয়াং,নাকাল,কত্থক
হিমাচল প্রদেশ
গীরদা,কাবিয়ালা,মুতরো,লুধিডান্স,কায়েঙ্কা,থোরা,ঘুরেহী,নটি,লাহাউলি,কুল্লু,ডাঙ্গী,
দান্দরাস
রাজস্থান
ছামের গিরনার,ডান্ডিয়া রাস,ঝুমুর,খেয়াল,ঘুমর,কালবেলিয়া,ভাবোই,তেরাহ তালি,চারি,কাঠপুতলি,গের নৃত্য
জম্মু-কাশ্মীর                
ছাকরি,রৌফ,হিকাট,দমহাল,হাফিজা,কুদ
পশ্চিমবঙ্গ
ছৌ নাচ,যাত্রা,কীর্তন,বাউল নৃত্য,গাজন,গম্ভীরা,টুসু,বৃতা,সাঁওতালি,মুন্ডরী
উড়িষ্যা
ডান্তানাটা,ঘুমর,ছৌ নাচ,গোটিপুয়া,ওডিসি,রনপা,চৈতি ঘোড়া,সম্বলপুরী,পাইকা নৃত্য,
বাঘা নৃত্য
গুজরাট
গরবা,গণপতি,ভজন,ডান্ডিয়া,রাসলীলা,গাড়োয়া,টিপ্পনী,পাধার,ভাবৈ,হুদো
মিজোরাম
চেরাউ,খুয়াল্লাম,সারলামকাই
কেরালা
সারি,দাসী অট্টম, কৃষ্ণ নাট্যম,মোহিনীঅট্টম,পান্না,কুম্মাত্তি,কুথিঅট্টম,থুম্পি থুল্লাল,
কথাকলি
অন্ধ্রপ্রদেশ
কোট্টাম,গীতি ভগবতম,মাথুরি,ধামাল,ভিরানাট্যম,ধীমসা,বনালু,বাথাকাম্মা,কুচিপুড়ি
মধ্যপ্রদেশ
লোটা,তুন্ডাভালি,কর্মা,মুরিয়া,লেহাঙ্গি,ফুল পাতি,গৃদা,আহিরি,যাওয়ারা,পান্ডবাণী
পাঞ্জাব
ভাংরা,গিদ্ধা,ধুমল,ঝুমর
মহারাষ্ট্র
তামাশা,লাবনী,দাহীকালা,ধানগারী গাজা,দিনদি
মেঘালয়
লহো,নংক্রেম
মনিপুর
মণিপুরী,লেহাব,বসন্ত রানা,মাইবী,খাম্বা থাইবী,নুপা,রাসলীলা,ঢোল চোলাম,
কর্নাটক                                                                          
হাতারী,উগাদী,বায়ালতা,ভূথা আরাধনা,কামসালে,কৃষ্ণ পারিজাথা,ডল্লু কুনিথা,
ভারতনাট্যম
হরিয়ানা
সোয়াং,ঘুমর,ঝুমর,লুর,খরিয়া,বিণ বাসুরী,ফাগ
ত্রিপুরা
বিজু,গাজন,দাইলো,গালামুচামো,হজাগিরি,সংরাই
তামিলনাড়ু
কুম্মী,কোলাট্টম,কারাগট্টম,ভারতনাট্যম
উত্তরাখন্ড
হুরকা বাউল,পান্ডব নৃত্য,ঝরা,চলিয়া,ছাপেরী,চানচেলি
ছত্তিসগড়
কর্মা,শৈল,সুয়া নাচা,গেন্দি,পান্থী
নাগাল্যান্ড
জেলিয়াং,যুদ্ধ নাচ,সুয়া লুয়া
সিকিম
লিম্বু,চি রিমু,খুকুরী,সিকমারী,মুখোশ নাচ,ধান নাচ,তোমাং সেলো,লেপচা
গোয়া
দেখনী,ফুগরী,মান্দ,তালগারী,জাগর,ডালো,দিউলি
অরুনাচল প্রদেশ     
দামিন্দা,খামতি,বুইয়া,ওয়াংচ,পনাং
ঝারখন্ড
কর্মা,সাঁওতাল নৃত্য,ছৌ নাচ,পাইকা

File Details:
File Name: ভারতের বিভিন্ন রাজ্যের লোক নৃত্য
File Format: PDF
Credit: Swapno.in
No. of Pages: 2
File Size: 496 KB
Click To Download

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292