বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ তালিকা

Bengali Static Gk-এর অংশ হিসাবে বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ তালিকা PDFটি শেয়ার করছি ৷ কারণ কিছু কিছু সরকারি চাকরীর পরীক্ষায় এই তালিকা থেকে প্রশ্ন আসে ৷যেমন, ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ইত্যাদি ৷ আর এই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর করতে এই তালিকাটি পড়ে নিন এবং পিডিএফটি ডাউনলোড করে নিন৷

বিভিন্ন ক্ষেত্রপ্রথম পুরুষের নাম
গভর্নর জেনারেলওয়ারেন হেস্টিংস
ভাইসরয়লর্ড ক্যানিং
জাতীয় কংগ্রেসের সভাপতিউমেশচন্দ্র ব্যানার্জি
জাতীয় কংগ্রেসের মুসলিম সভাপতিবদরুদ্দিন তায়াবজি
ভারতীয় গভর্নর জেনারেলরাজাগোপালাচারি
রাষ্ট্রপতিরাজেন্দ্র প্রসাদ
উপরাষ্ট্রপতিসর্বপল্লী রাধাকৃষ্ণন
শিক্ষামন্ত্রীআবুল কালাম আজাদ
প্রধানমন্ত্রীজওহরলাল নেহেরু
উপপ্রধানমন্ত্রীসর্দার বল্লভভাই প্যাটেল
মুসলিম রাষ্ট্রপতিড. জাকির হোসেন
মুখ্য নির্বাচন কমিশনারসুকুমার সেন
লোকসভার অধ্যক্ষজি. ভি. মাভলাঙ্কার
প্রধান বিচারপতিহরিলাল জে কানিয়া
আই. সি. এস উত্তীর্ণসুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
আই. সি. এস অফিসারসত্যেন্দ্রনাথ ঠাকুর
কমান্ডার ইন চিফ জেনারেলকে. এম. কারিয়াপ্পা
চিফ অফ আর্মি স্টাফ জেনারেলরাজেন্দ্রসিংজি জাদেজা
চিফ অফ নাভাল স্টাফরাম দাস কাটারি
এয়ার চিফ মার্শালসুব্রত মুখার্জী
লোকসভার বিরোধী দলনেতাএ. কে. গোপালন
মহাকাশচারীরাকেশ শর্মা
মহাকাশ পর্যটকসন্তোষ জর্জ কুলাঙ্গারা
নোবেল পুরস্কার প্রাপকরবীন্দ্রনাথ ঠাকুর
জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকজি. শঙ্কর কুরূপ
ম্যাগসেসে পুরস্কার প্রাপকআচার্য বিনোবা ভাবে
অর্থনীতিতে নোবেল প্রাপকঅমর্ত্য সেন
নোবেল শান্তি পুরস্কার প্রাপককৈলাশ সত্যার্থী
পরমবীর চক্র প্রাপকমেজর সোমনাথ শর্মা
ভারতরত্ন পুরস্কার প্রাপকরাধাকৃষ্ণন
রাজাগোপালাচারী
সি.ভি. রমন
অস্কার পুরস্কার প্রাপক চলচ্চিত্র পরিচালকসত্যজিত রায়
ভারতীয় পাইলটজে আর ডি টাটা 
আন্টার্কটিকা বিজয়ীলেফটেন্যান্ট রামচরণ
দক্ষিন মেরু বিজয়ীজে কে বাজাজ
উত্তর মেরু বিজয়ীজগন্নাথন শ্রীনিবাসারাঘবন
ইংলিশ চ্যানেল অতিক্রমকারীমিহির সেন
অক্সিজেন ছাড়া মাউন্ট এভারেস্ট জয়ীশেরপা ফু দোরজি
বিশ্ব বিলিয়ার্ডস ট্রফি বিজেতাউইলসন জোনস
মিস্টার ইউনিভার্স মনোতোষ রায়
মিস্টার ওয়ার্ল্ডরোহিত খান্ডেলওয়াল
অলিম্পিকে সোনা জয়ীঅভিনব বিন্দ্রা
টেস্ট ক্রিকেট অধিনায়কসি কে নাইডু
ওয়ান ডে ক্রিকেট অধিনায়কঅজিত ওয়াদেকর
টেস্ট ক্রিকেটে শতরানলালা অমরনাথ
ওয়ান ডে ক্রিকেটে শতরানকপিল দেব
টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিকহরভজন সিং
ওয়ান ডে ক্রিকেটে হ্যাটট্রিকচেতন শর্মা

File Details:
File Name: বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ
File Format: PDF
Credit: Swapno.in
No. of Pages:3
File Size:461 KB
Click to Download

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292