ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী তালিকা

বাংলা জিকের অংশ হিসাবে ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী তালিকা - First Chief Minister of Indian States পিডিএফটি আজ প্রদান করছি| কারণ প্রায় পরীক্ষার প্রশ্ন আসে, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী? তেলেঙ্গানার প্রথম মুখ্যমন্ত্রী কে?-এইভাবে প্রতিটা রাজ্যের মুখ্যমন্ত্রীদের সম্পর্কে প্রশ্ন আসে| সুতরাং এই তালিকাটি আপনাদের খুবই সাহায্য করবে পরীক্ষা প্রস্তুতির জন্য৷
         
যাইহোক, সময় অপচয় না করে প্রথম মুখ্যমন্ত্রীদের তালিকাটি পড়ে নিন অথবা পিডিএফটিও সংগ্রহ করে রাখতে পারেন ভবিষ্যতে পড়ার জন্য৷

রাজ্যের নামপ্রথম মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গপ্রফুল্ল চন্দ্র ঘোষ
ত্রিপুরাশচীন্দ্র লাল সিং
আসামগোপীনাথ বরদলই
উড়িষ্যাহরেকৃষ্ণ মহতাব
বিহারকৃষ্ণ সিং
ঝাড়খন্ডবাবুলাল মারান্ডি
উত্তরপ্রদেশগোবিন্দ বল্লভ পান্ত
অন্ধ্রপ্রদেশনিলাম সঞ্জীব রেড্ডি
অরুনাচলপ্রদেশপ্রেম খান্ডু থুজ্ঞান
ছত্তিশগড়অজিত যোগী
গোয়াদয়ানন্দ বন্দদকার
গুজরাটজীবরাজ নারায়ণ মেহতা
হরিয়ানাভগৎ দয়াল শর্মা
হিমাচল প্রদেশযশবন্ত সিং পারমার
জম্মু-কাশ্মীরগুলাম মহম্মদ সাদিক
কর্নাটককে. সি. রেড্ডি
কেরালাই.এম.এস নাম্বুদিরিপাদ
মধ্যপ্রদেশরবিশঙ্কর শুক্লা
মহারাষ্ট্রযশবন্তরাও চবন
মনিপুরমাইরেম্বাম কৈরেং সিং
মেঘালয়ডব্লু. এ. সাংমা
মিজোরামসি. চুঙ্গা
দিল্লিমদন লাল খুরানা
পুদুচেরীএডওয়ার্ড গৌবার্ট
পাঞ্জাবগোপীচাঁদ ভার্গব
রাজস্থানহীরা লাল শাস্ত্রী
সিকিমকে. এল দর্জি
তামিলনাড়ুসি. এন. আন্নাদুরাই
তেলেঙ্গানাকে. চন্দ্রশেখর রাও
উত্তরাখন্ডনিত্যানন্দ স্বামী
নাগাল্যান্ডপি. শিলু আও

File Details:
File Name:বিভিন্ন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী 
File Format: PDF
Credit: Swapno.in
No. of Pages:2
File Size:268 KB

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292