বিভিন্ন গ্যাস ও তার উপাদান তালিকা

 বিজ্ঞানের অংশ বিভিন্ন গ্যাস ও তার উপাদান তালিকাটি শেয়ার করছি| রেলওয়ে গ্রুপ ডি সহ অন্যান্য পরীক্ষাতে Bengali General Science-এর অধ্যায় হিসাবে বিভিন্ন গ্যাসের উপাদান থেকে প্রায়ই প্রশ্ন আসে| যেমন- রান্নার গ্যাসের প্রধান উপাদান কী? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?সুতরাং এই সমস্ত প্রশ্ন গুলির সম্মুখীন হতে গেলে আজকের এই তালিকাটি পড়ে রাখা আবশ্যক৷


গ্যাসউপাদান
এল.পি.জিপ্রোপেন ও বিউটেন গ্যাসীয় মিশ্রণ
সি.এন.জিসংনমিত প্রাকৃতিক গ্যাস(প্রধান উপাদান মিথেন)
প্রাকৃতিক গ্যাসমিথেন, প্রোপেন, ইথিলিন, অ্যাসিটিলিন, বিউটেন, আইসোবিউটেন
কোল গ্যাসবিভিন্ন রকম গ্যাসের মিশ্রণ (বিটুমিনাস কয়লার অন্তর্ধুম পাতনে নির্গত হয়)
ওয়াটার গ্যাসকার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন-এর মিশ্রণ
প্রোডিউসার গ্যাসকার্বন মনোক্সাইড ও নাইট্রোজেনের মিশ্রণ
গোবর গ্যাসমিথেন, কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেনের মিশ্রণ
অয়েল গ্যাসহাইড্রোজেন, মিথেন, ইথেন, কার্বন মনোক্সাইড-এর মিশ্রণ

✪ LPG -Liquefied petroleum gas
✪ CNG -Compressed natural gas

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292