বিভিন্ন খনিজ উৎপাদনে শীর্ষ রাজ্যসমূহের তালিকা PDF

ভারতের ভুগোলের অংশ হিসাবে বিভিন্ন খনিজ উৎপাদনে শীর্ষ রাজ্যসমূহের তালিকা PDFটি শেয়ার করছি| কারণ চাকরির পরীক্ষাতে কোন খনিজ উত্তোলনে, কোন রাজ্য প্রথমস্থানে আছে, সেই তালিকা থেকে প্রশ্ন আসে৷ এটি ভারতের অর্থনৈতিক ভুগোলের অংশ৷ যেমন- সোনা উৎপাদনে শীর্ষ রাজ্য কোনটি? লোহা উত্তোলনে প্রথম কোন রাজ্য?-এইভাবেই প্রশ্ন আসে| তাই দেরী না করে তালিকাটি দেখে নিন এবং পিডিএফটিও সংগ্রহ করে রাখতে পারেন৷

খনিজের নামশীর্ষ উৎপাদনকারী রাজ্যসমূহ
কয়লাঝাড়খন্ড, উড়িষ্যা, ছত্তিশগড়
লোহাউড়িষ্যা, ছত্তিশগড়, কর্নাটক
সোনাকর্নাটক, ঝাড়খন্ড
রুপারাজস্থান, কর্নাটক
হীরামধ্যপ্রদেশ
তামামধ্যপ্রদেশ, রাজস্থান, ঝাড়খন্ড
সিসারাজস্থান, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ
টিনছত্তিশগড়
চুনাপাথরমধ্যপ্রদেশ, রাজস্থান
ম্যাঙ্গানিজউড়িষ্যা, মহারাষ্ট্র
নিকেলউড়িষ্যা, ঝাড়খন্ড
কোবাল্টঝাড়খন্ড, উড়িষ্যা, নাগাল্যান্ড
বক্সাইটউড়িষ্যা, গুজরাট
ম্যাগনেশিয়ামতামিলনাড়ু, উত্তরাখন্ড, কর্নাটক
অভ্রঅন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, রাজস্থান
ডলোমাইটছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ
জিপসামরাজস্থান, তামিলনাড়ু, গুজরাট
পেট্রোলিয়ামমহারাষ্ট্র, গুজরাট
ইউরেনিয়ামঅন্ধ্রপ্রদেশ, ঝাড়খন্ড, কর্নাটক
থোরিয়ামকেরালা, ঝাড়খন্ড, বিহার
অ্যাসবেসটসরাজস্থান, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক
অ্যান্টিমনিপাঞ্জাব, কর্নাটক
ক্রোমাইটউড়িষ্যা, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ
কায়ানাইটঝাড়খন্ড, মহারাষ্ট্র, কর্নাটক
লিগনাইটতামিলনাড়ু
দস্তারাজস্থান
প্রাকৃতিক গ্যাসআসাম

File Details:
File Name:খনিজ উৎপাদনে শীর্ষ রাজ্য
File Format: PDF
No. of Pages:1
File Size:261 KB

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292