ঐতিহাসিক প্রথা ও তার প্রবর্তক তালিকা PDF

 ভারতের ইতিহাসের অধ্যায় হিসাবে ঐতিহাসিক প্রথা ও তার প্রবর্তক তালিকা PDFটি আপনাদের জন্য নিয়ে হাজির হলাম WBCS, PSC Clerk, WBPসহ বিভিন্ন চাকরীর পরীক্ষাতে এই প্রথা গুলির কে প্রবর্তক- সেই তালিকা থেকে প্রশ্ন আসতে প্রায়ই দেখা যায় | তাই এই গুলি জেনে রাখা খুবই আবশ্যক | সাধারণ যেমন প্রশ্ন আসে;- সিজদা ও পাইবস প্রথা কে প্রবর্তন করেন? ইক্তা প্রথা কে প্রবর্তন করন? দাগ ও হুলিয়ার প্রবর্তক কে?

তাই দেরী না করে নিচ থেকে দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন বিনামূল্যে৷


বিভিন্ন প্রথাপ্রবর্তক
দাগ ও হুলিয়া প্রথাআলাউদ্দিন খিলজি
পাট্টা ও কবুলিয়তশেরশাহ
মনসবদারী প্রথাআকবর
কৌলিন্য প্রথাবল্লাল সেন
সিজদা ও পাইবসগিয়াসুদ্দিন বলবন
চল্লিশচক্র ও ইক্তা প্রথাইলতুৎমিস
রেশনিং প্রথাআলাউদ্দিন খিলজি
জিজিয়া, জাকাত,খামস
কর ব্যবস্থা
আলাউদ্দিন খিলজি
সেনাদের নগদ বেতনআলাউদ্দিন খিলজি
ডাক ব্যবস্থাশেরশাহ
ঋণদান প্রথাফিরোজশাহ তুঘলক
চৌথ ও সরদেশমুখী করশিবাজী
রায়তওয়ারী প্রথাআলেকজান্ডার রিড
টমাস মনরো
মহলওয়ারী ব্যবস্থাহল্ট ম্যাকেঞ্জি
মারাঠা পেশবাতন্ত্রশাহু
ভাইয়াচারি ব্যবস্থাএলফিনস্টোন ও ম্যাকেনজির 
চিরস্থায়ী বন্দোবস্তলর্ড কর্ণওয়ালিশ
শিলাদার ও বর্গীর অশ্বারোহীশিবাজী
ইক্তাদারী প্রথানিজামুল মুল্ক

File Details:
File Name:ঐতিহাসিক প্রথা ও তার প্রবর্তক
File Format: PDF
Credit: Swapno.in
No. of Pages:2
File Size:395 KB

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292