বিভিন্ন ভাষায় রামায়নের রচয়িতা
আজ বিভিন্ন ভাষায় রামায়নের রচয়িতাদের নামের তালিকা প্রকাশ করছি| মূল রামায়নকে সকল ভাষাভাষী মানুষের বোধগম্য করে তোলার জন্য বিভিন্ন ভাষার লেখকগণ রামায়নকে নিজস্ব ভাষায় অনুবাদ করেছেন| আর এখানে সেই সমস্ত লেখকদের তালিকা দেওয়া হলো| পরীক্ষাতেও এই বিষয়ে প্রশ্ন আসে, যেমন- হিন্দি ভাষায় রামায়ন কে লিখেছেন? অসমীয়া ভাষায় রামায়নের রচনাকার কে?
সুতরাং, এই সমস্ত প্রশ্নের মুখোমুখী হতে এই তালিকাটি পড়ে নেওয়া বাঞ্ছনীয় বলে আমরা মনে করি|
| রামায়নের ভাষা | রচয়িতা |
|---|---|
| বাংলা রামায়ন | কৃত্তিবাস ওঝা |
| হিন্দি রামায়ন | তুলসী দাস |
| সংস্কৃত রামায়ন | বাল্মীকি |
| ওড়িয়া রামায়ন | বলরাম দাস |
| অসমীয়া রামায়ন | মাধব কন্ডালি |
| মারাঠী রামায়ন | ভাবার্থ |
| তেলেগু রামায়ন | রঙ্গনাথ |
| কন্নড় রামায়ন | পম্পা |
| তামিল রামায়ন | কম্ব |
অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292