বিভিন্ন রাজার মন্ত্রীদের নামের তালিকা
ভারতের ইতিহাস থেকে বিভিন্ন রাজার মন্ত্রীদের নামের তালিকাটি আজ শেয়ার করলাম| চাকরীর পরীক্ষায় ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়| আর বিভিন্ন রাজার মন্ত্রী তালিকাটি পড়ে রাখলে একটি মার্কস আপনাকে হাতছাড়া করতে হবে না| আমাদের সাইটে History Bengali Book PDF-ও পেয়ে যাবেন|
| রাজার নাম | মন্ত্রীর নাম |
|---|---|
| দ্বিতীয় চন্দ্রগুপ্ত | বীরসেন |
| বৃহদ্রথ | পুষ্যমিত্র শুঙ্গ |
| হরিহর | সায়নাচার্য |
| মুহম্মদ শাহ | মেহমুদ গাওয়ান |
| আলেকজান্ডার | সেলুকাস |
| ঔরঙ্গজেব | শায়েস্তা খাঁ |
| নাগদশক | শিশুনাগ |
| দেবপাল | দর্ভপানি |
| বুক্কা | মাধব বিদারন্য |
| চন্দ্রগুপ্ত মৌর্য | চানক্য |
| মহম্মদ আদিল শাহ | হিমু |
| পেশোয়া মাধবরাও | নানা ফরনবীশ |
অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292