ষোড়শ মহাজনপদ তালিকা PDF

ভারতের ইতিহাসের ষোড়শ মহাজনপদ তালিকা PDFটি আজকে শেয়ার করছি, যেটিতে উল্লেখযোগ্য ১৬টি মহাজনপদের নাম সঙ্গে তাদের তৎকালীন রাজধানী ও বর্তমান অবস্থান খুব সুন্দরভাবে তালিকাবদ্ধ করা হয়েছে।সরকারী চাকরীর পরীক্ষা যেমন-WBCS বা অন্যান্য পরীক্ষাতে এই অংশ থেকে প্রশ্ন আসে। কারণ ভারতীয় ইতিহাসের অন্যতম অধ্যায় এটি। তাই ষোড়শ মহাজনপদ গুলি সম্পর্কে জেনের রাখা আবশ্যক।

❏ বৈদিক যুগের শেষের দিকে সমগ্র উত্তর ভারতে ১৬টি আঞ্চলিক রাজ্যের উদ্ভব হয়, যা ষোড়শ মহাজনপদ নামে পরিচিত।

❏ মহাজন শব্দের অর্থ হল- বৃহৎ রাজ্য

❏ উত্তর-পশ্চিমে কাবুল থেকে দক্ষিনে গোদাবরী নদীর তীর পর্যন্ত বিস্তৃত ছিল এই মহাজনপদ গুলি।

মহাজনরাজধানীবর্তমান অবস্থান
অবন্তীউজ্জয়িনী/মহিষ্মতিমালয়
অঙ্গচম্পাপূর্ব বিহার
অশ্মকপোটানা/পোটালিগোদাবরীর দক্ষিন তীর
কুরুইন্দ্রপ্রস্থস্থানেশ্বর, দিল্লি, মিরাট
কোশলশ্রাবস্তীলক্ষ্ণৌ, ফৈজাবাদ, গোন্ডা
কাশীবারানসীবারানসী/বেনারস
কম্বোজরাজপুরদক্ষিন-পশ্চিম কাশ্মীর
গান্ধারতক্ষশীলাপেশোয়ার ও রাওয়ালপিন্ডি
চেদিশুকতি মতিযমুনা ও নর্মদার মধ্যবর্তী স্থান
পাঞ্চালঅহিছত্র/কাম্পিল্যবেরিলি, বদায়ুন, ফরাক্কাবাদ
বৃজিবৈশালীমজঃফরপুর(উত্তর বিহার)
বৎসকৌশাম্বীএলাহাবাদ
মল্লকুশিনারা/পাবাগোরক্ষপুর
মগধরাজগৃহ/পাটলিপুত্রদক্ষিন বিহার/পাটনা ও গয়া
মৎস্যবিরাটনগরজয়পুর, আলোয়ার ও ভরতপুর
সূরসেনমথুরামথুরা

File Details:
File Name:ষোড়শ মহাজনপদ
File Format: PDF
No. of Pages:2
Credit: Swapno.in
File Size:394 KB

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292