বিভিন্ন অ্যাসিড ও তার উৎস তালিকা PDF

বিজ্ঞানের অংশ হিসাবে বিভিন্ন অ্যাসিড ও তার উৎস তালিকা PDFটি  আপনাদের দিচ্ছি| বিভিন্ন পরীক্ষাতে অ্যাসিডের অধ্যায় থেকে প্রশ্ন আসে| যেমন- ভিনিগারে কোন অ্যাসিড থাকে? পিপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? চা-এ কোন অ্যাসিড পাওয়া যায়? ইত্যাদী| সুতরাং, নীচ থেকে তালিকাটি পড়ে নিন এবং পিডিএফটিও সংগ্রহ করে রাখতে পারেন|

অ্যাসিডের নামউৎস
সাইট্রিক অ্যাসিডআঙুর, কমলা লেবু
টারটারিক অ্যাসিডতেঁতুল
অক্সালিক অ্যাসিডটমেটো
ট্যানিক অ্যাসিডচা
অ্যাসিটিক অ্যাসিডভিনেগার
অ্যাসকরবিক অ্যাসিডআমলকি
ল্যাকটিক অ্যাসিডদই
ফরমিক অ্যাসিডপিপড়ে,মৌমাছি
স্টিয়ারিক অ্যাসিডসাবান
ম্যালিক অ্যাসিডআপেল
স্টিয়ারিক অ্যাসিডসাবান

File Details:
File Name:অ্যাসিড ও তার উৎস 
File Format: PDF
Credit: Swapno.in
No. of Pages: 1
File Size:232 KB

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292