Daily Current Affairs 9 March 2022 Best World

 

কারেন্ট এফেয়ার্স

9th Feb, 2022

 

1. সম্প্রতি ভারতীয় ইনভেস্টরদের ভিসা 90দিনের ভিসা ফ্রি এন্ট্রি চালু করলো কোন দেশ?

- মালদ্বীপ

ভারতীয়দের টুরিস্টদের জন্যে মালদ্বীপ ভিসা অন আরাইভাল সুবিধা প্রদান করে থাকে।

 

2. পাওয়ারথন 2022 এর উদ্ভোধন কে করেন?

-কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী শ্রী R K Shing এবং অন্যান্য অফিসিয়ালরা ভার্চুয়ালি এই অনুষ্ঠানের সূচনা করেন।

 

3. সম্প্রতি সাইক্লোন 'Batsiari' কোন দেশকে আঘাত করেছে?

-মাদাগস্কার

 

4.সম্প্রতি প্রয়াত হন খেলোয়ার এবং অভিনেতা শ্রী প্রবীণ কুমার। তিনি বিখ্যাত কেন ছিলেন?

- 1966 এবং 1970 এসিয়ান গেমসে ডিসকাস থ্রো ইভেন্টে পরপর দুইবার সোনার মেডেল জয়ের পাশাপাশি মহাভারতে ভীমের চরিত্রে অভিনয় করার জন্য তিনি বিখ্যাত ছিলেন।

 

5. 2021-22 অর্থবর্ষের প্রথম তিন ত্রিমার্ষিকের মোট পরিনামে কোন সেক্টরের রপ্তানি প্রায় 73% বৃদ্ধি পেয়েছে?

- ট্রাক্টর রপ্তানিতে। ভারতের রপ্তানিকৃত ট্রাক্ট্রর এর সবথেকে বড়ো ক্রেতা USA

 


 

6. OECM স্বীকৃতি প্রাপ্ত ভারতের প্রথম বায়ো ডাইভার্সিটি পার্ক কোনটি?

- হরিয়ানার আরাবল্লি বায়ো ডাইভার্সিটি পার্ক।

 

7. UGC এর নবনীযুক্ত চেয়ারম্যান কে হলেন?

- প্রফেসর এম জগদীশ কুমার।

 

8. দিল্লীর জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় এর নবনিযুক্ত উপাচার্যের কে?

- : শান্তিশ্রী পন্ডিত

 

9. আঁধার কার্ডের ন্যায় পরিচয়পত্র নির্মাণে ভারত কোন দেশকে সহায়তা দেওয়ার জন্য আশ্বাস দিয়েছে?

- শ্রীলঙ্কা

 

10. কোন ভারতীয় তথ্যচিত্র প্রথম অস্কারের নমিনেশনের শীর্ষ পাঁচ এর মধ্যে স্থান করে নিয়েছে?

- ঋতু টমাস সুস্মিত ঘোষ নির্দেশিত "Writing with Fire"

 

11. ট্রাক ড্রাইভারদের আন্দোলনের জেরে কোন শহরে স্টেট্ ইমার্জেন্সি জারি করা হয়েছে?

- কানাডার রাজধানী ওটাওয়াতে।

 

12. সর্বশেষ রাজ্য হিসেবে কোন রাজ্য ধর্মান্তর বিরোধী আইন জারি করেছে?

- হরিয়ানা

অ্যাপ্লিকেশন বানানোর জন্য যোগাযোগ করুন 8961788292